১। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রকৌশল ডিপ্লোমা স্তরের শিক্ষাক্রমের নাম হবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং।
২। এ শিক্ষাক্রমের মেয়াদ হবে ৪ বছর (৮ সেমিস্টার)।
(ক) ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ৮ম পর্বে শিল্প কারখানায় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।
৩। এক পিরিয়ডের সময়সীমা হবে ৫০ মিনিট। থিওরী “T” ১ পিরিয়ডে ১ ক্রেডিট এবং ব্যাবহারিক “P” ৩ পিরিয়ডে ১ ক্রেডিট ধরা হয়। এক ক্রেডিট আওয়ারের মান ৫০ নম্বর।
৪। প্রতি পর্বে শিক্ষাক্রম বাস্তবায়নের মেয়াদ হবে ১৬ কার্য সপ্তাহ। প্রতি কার্য সপ্তাহে ৩৬-৪২ পিরিয়ড অনুষ্ঠিত হবে।
৫। প্রথম পর্বে ভর্তির পর বোর্ড সরবরাহকৃত নিবন্ধন তথ্য ফরম RIF পূরণ করে নির্ধারিত ফি প্রদান পূর্বক শিক্ষাক্রমের ক্লাস আরম্ভের ৪৫ দিনের মধ্যে নিবন্ধনভুক্ত হতে হবে। ইহার মেয়াদ ভর্তি শিক্ষাবর্ষ হতে ধারাবাহিক ভাবে ৮(আট) শিক্ষাবর্ষ পর্যন্ত কার্যকর থাকবে।
৬। অন্য কোথাও ভর্তি হতে হলে সে ক্ষেত্রে শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল করে মুল নম্বরপত্র প্রতিষ্ঠান থেকে ফেরত নিতে হবে।
৭। কোন ছাত্র/ছাত্রী কোনও বিষয়ে মোট ক্লাসের শতকরা ৮০ ভাগ ক্লাসে উপস্থিত না থাকলে তাকে পর্ব সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি দেয়া হবেনা।
৮। ১ম পর্বের ছাত্র/ছাত্রীর ক্ষেত্রে প্রথম সপ্তাহে উপস্থিত না থাকলে তাহার ভর্তি বাতিল হবে এবং ১ম পর্বের ছাত্র/ছাত্রীর ক্ষেত্রে পর্ব সমাপনী পরীক্ষার ফরম পূরণে ব্যর্থ হলে উক্ত ছাত্র/ছাত্রীর রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
৯। সকল পর্বের সকল বিষয়ে ২০% ধারাবাহিক মূল্যায়নের জন্য এবং ৮০% পর্ব সমাপনী পরিক্ষার জন্য নির্ধারিত থাকবে। ধারাবাহিক মূল্যায়নের নম্বর ক্লাস টেস্ট, কুইজ ও উপস্থিতির জন্য থাকবে।
১০। ন্যূনপক্ষে ২টি ক্লাস টেস্ট, ৭ম ও ১২তম সপ্তাহে অনুষ্ঠিত হবে। ন্যূনতম ৩টি কুইজ ক্লাস চলাকালীন যে কোনও সময়ে অনুষ্ঠিত হবে।
১১। ব্যাবহারিক ধারাবাহিক মূল্যায়ন এবং ব্যাবহারিক পর্ব সমাপনী পরীক্ষায় পৃথক ভাবে ন্যূনতম D গ্রেড পেয়ে পাশ করতে হবে।
সকল পর্বের সকল ছাত্র/ছাত্রীকে সকল বিষয়ে ন্যূনতম D গ্রেড পেয়ে তত্ত্বীয় ধারাবাহিক মূল্যায়ন ও তত্ত্বীয় পর্ব সমাপনী পরীক্ষায় সম্মিলিত ভাবে পাশ করতে হবে।
১২। প্রতি সেমিস্টারে প্রতি বিষয়ে নিম্নলিখিত বিষয়ে প্রদত্ত নম্বরের ভিত্তিতে লেটার গ্রেড এবং তার বিপরীতে গ্রেড পয়েন্ট প্রদান করা হবে।
প্রাপ্ত নম্বর লেটার গ্রেড গ্রেড পয়েন্ট
৮০% এবং তার উপরে A+ ৪.০০
৭৫% থেকে ৮০% এর নিচে A ৩.৭৫
৭০% থেকে ৭৫% এর নিচে A- ৩.৫০
৬৫% থেকে ৭০% এর নিচে B+ ৩.২৫
৬০% থেকে ৬৫% এর নিচে B ৩.০০
৫৫% থেকে ৬০% এর নিচে B- ২.৭৫
৫০% থেকে ৫৫% এর নিচে C+ ২.৫০
৪৫% থেকে ৫০% এর নিচে C ২.২৫
৪০% থেকে ৪৫% এর নিচে D ২.০০
৪০% এর নিচে F ০.০০
১৩। পর্ব ভিত্তিক GPA এর গুরুত্তঃ
১ম পর্ব ৫%
২য় পর্ব ৫%
৩য় পর্ব ৫%
৪র্থ পর্ব ১৫%
৫ম পর্ব ১৫%
৬ষ্ঠ পর্ব ২০%
৭ম পর্ব ২৫%
৮ম পর্ব ১০%
মোট =১০০%
১৪। বোর্ড কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম এবং ৮ম পর্বের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং সমাপনান্তে পর্ব সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৫। প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফরম/ড্রেস পরিধান করে আসতে হবে।
এই প্রবিধান পরিবরতন/পরিবর্ধন করার ক্ষমতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের।